গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় সকালে এ ভূমিকম্প আঘাত হানে। দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশটির অবসরযাপনের এ দ্বীপটিতে ছয় দশমিক পাঁচ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কারণে দ্বীপটির সব ভবন খালি করে দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) আলবেনিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ছয় দশমিক চার মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ২২ জন নিহত এবং আহত প্রায় ৩৫০ জন হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে। এখনো উদ্বার কাজ চলছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার