গাজা উপত্যকায় সামরিক অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর এএফপি’র।
বুধবার ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাস জঙ্গিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, হামলা চালানো স্থানগুলোর মধ্যে অস্ত্র তৈরির একটি কারখানা ও ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে।
গাজার এক নিরাপত্তা সূত্র জানায়, হামাসের কমপক্ষে দু’টি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া হামাসের মিত্র গ্রুপ ইসলামিক জিহাদের একটি অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়। তবে ইসরাইলের এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম