আলবেনিয়ার পর জোরালো ভূমিকম্প আঘাত হানল গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। তবে গ্রিসের সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের দাবি, ৬.১ কম্পাঙ্কের ভূ-কম্পন টের পাওয়া গেছে।
গতকাল বুধবার স্থানীয় সময় সকালে এই কম্পন অনুভূত হয়। মার্কিন জিয়োলজিক্যাল সার্ভে ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছে, রিখটারে ৬ মাত্রার কম্পাঙ্ক ধরা পড়েছে।
ইএমএসসি সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রিট ও কিথেরার দ্বীপের মধ্যে, ৭১ কিলোমিটার গভীরে। ১৬৫ মাইল দূরেও এই ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাব পড়ে এথেন্সেও। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
এই কম্পনের কয়েক ঘণ্টা আগে আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ৬০০ জন। এর মধ্যে অনেকেরই আঘাত গুরুতর। এখনও অনেকের সন্ধান মেলেনি। ফলে মৃতের সংখ্যা বাড়ার একটা আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে ৬.৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হেনেছিল আলবেনিয়ার বেশ কয়েকটি অঞ্চলে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ