ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এ জোট ভেঙে দেয়ার চেষ্টা করছেন।
এর আগে ট্রাম্প ইউরোপীয় দেশ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং তিনি ইউরোপকে ব্যবসায়ীক শত্রু বলে মন্তব্য করেছেন। এছাড়া তিনি ন্যাটো জোটের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জার্মান পত্রিকা দেই জেইতকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল টুস্ক বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা করছেন এবং এই জোট ভেঙে দেয়ার চেষ্টা করছেন। ট্রাম্পের এই তৎপরতা ইউরোপীয় জোটের জন্য সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা ও ইউরোপের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তবে মাইক পম্পেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি এ টানাপোড়েন কমিয়ে আনার চেষ্টা করছেন।
বিডি প্রতিদিন/আরাফাত