নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র তিন দিনেই পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদন করেছেন সাত হাজার প্রকৌশলী ও স্নাতক সম্পন্ন যুবক। ভারতে ৫৪৯ জনের বিপরীতে এত বিপুল সংখ্যাক প্রকৌশলী-স্নাতক আবেদন করেন।
অনেকেই বেকারত্বের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করছেন। অনেকেই বলছেন, পড়াশোনা শেষের পর অনেকেই মাত্র ছয় হাজার রুপি মাসে রোজগার করতেই হিমশিম খান। সে কারণে, এ পদে তারা আবেদন করেছেন।
আবেদনকারীদের মধ্যে বেশিরভাগই প্রকৌশলবিদ্যায় উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। স্নাতক এবং ডিপ্লোমা কোর্স সম্পন্নরাও পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরির জন্য আবেদন করেছেন।
জানা গেছে, গত ১০ বছর ধরে যারা পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন, কিন্তু এখনো নিয়মিত হতে পারেননি, তারাও আবেদন করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন