ইয়েমেনের হামলায় সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন।
এ বিষয়ে ইয়েমেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, শুক্রবার সকালে সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট নিহত হয়েছেন।
তিনি আরও বলেছেন, ইয়েমেনের আকাশ শত্রুমুক্ত রাখতে সব ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। হেলিকপ্টারটি সৌদি আরবের আসির এলাকায় গিয়ে পড়েছে।
২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীও সৌদি আগ্রাসন বন্ধে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। সূত্র: পার্সটুডে
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন