‘টপল’ নামে পরমাণুবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রটি কাজাখাস্তানে তার লক্ষ্যে আঘাত হানে।
বৃহস্পতিবার পরমাণুবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘টপল’র পরীক্ষা চালায় রাশিয়া। জাপানের নাগাসাকিতে ১৯৪৫ সালে বিস্ফোরিত হওয়া পারমাণবিক বোমার চেয়ে এটি ৪০ গুণ শক্তিশালী।
শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ভিডিও প্রকাশ করা হয়। দক্ষিণ আস্ট্রাকানের কাপুস্তিন ইয়ার এলাকায় এর সফল পরীক্ষার দাবি করা হয়েছে।
রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে (ভিকোনতাকতে) প্লাটফর্মে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর ভিডিও শেয়ার করা হয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি আকাশের দিকে ছোড়া হয়েছে পরে তা মেঘের আড়ালে হারিয়ে যায়।
Russia successfully test-fired the Topol intercontinental ballistic missile (ICBM) from Capustin Yar firing range in the Astrakhan region,the warhead hit the simulated target in Kazakhtan.
Video 2️⃣ pic.twitter.com/lMyFR4xHET
— ivan (@ivan8848) November 28, 2019
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন