হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে অভিযান চালিয়ে দুই প্রায় চার হাজার পেট্রল বোমা পেয়েছে পুলিশ। ক্যাম্পাসে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ প্রবেশে বাধা দিতে বিক্ষোভকারীরা ইট, পেট্রল বোমা, তীর-ধনুক ইত্যাদি ব্যবহার করে।
শুক্রবার এক বিবৃতিতে পুলিশ জানায়, পলিটেকনিক ইউনিভার্সিটিতে বিক্ষোভের কারণে ১৩শ’ ৭৭ জনকে গ্রেফতার করেছে তারা। এর মধ্যে ক্যাম্পাস ত্যাগ করার সময় আটশ’ ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে তিনশ’ ১৮ জনের বয়স ছিল ১৮ বছরের কম।
এই দু’দিন অভিযান চালিয়ে তিন হাজার নয়শ’ ৮৯টি পেট্রল বোমা, এক হাজার তিনশ’ ৩৯ ধরনের বিস্ফোরক, ৬০১ বোতল বিধ্বংসী তরল পদার্থ ও ৫৭৩টি অস্ত্র পেয়েছে তারা।
বৃহস্পতিবার হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে সরকারবিরোধী বিক্ষোভকারী ও পুলিশের মধ্যকার অচলাবস্থার অবসান ঘটে। বিক্ষোভকারীরা ক্যাম্পাস ত্যাগ করায় পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে প্রবেশ করেন। আর ক্যাম্পাসের দায়িত্ব ইউনিভার্সিটি পরিচালকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
চলতি বছরের জুন মাসে চীন প্রস্তাবিত একটি অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলে দাবিতে আন্দোলন শুরু হয় চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে। পরে আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর বিলটি প্রত্যাহারের ঘোষণা দেয় হংকং আইনসভা। কিন্তু এর আগেই বিক্ষোভটি রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন