যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিতে অস্ত্রধারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি হয়েছে।এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সেখানে গোলাগুলি শুরু হয়। অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এসময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হন। তার হাতে চাকু ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লন্ডন ব্রিজের এক প্রান্তে এক ব্যক্তির ওপর কয়েক ব্যক্তিকে হামলা চালাতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেখানে থাকা মানুষদের সরিয়ে দেওয়া হয়। তারপরেও ব্রিজের ওপর গুলির শব্দ শোনা গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন