ইন্দোনেশিয়ার বাসিন্দা ৪০ বছর বয়সী জুজুন জুনেয়দি ১৮ মাসের মধ্যে বাড়ির উঠানে নিজের স্বপ্ন সত্যি করে দেখালেন। নিজের হাতে হেলিকপ্টার বানালেন জুনেয়দি। এসময় তার সঙ্গী ছিলেন জুনেয়দির ছোট ছেলে ও এক প্রতিবেশী।
হঠাৎ তিনি কেন এই কাজ করলেন? জাকার্তার দক্ষিণে ১১০ কিমি দূরে বাড়ি তার। শহরে রাস্তার চাইতে গাড়ি বেশি। গাড়ি নিয়ে বের হলে যানজটের ফলে গন্তব্যে পৌঁছানো অসম্ভবই, শেষ হয়ে যেতে পারে পেট্রোলও।
প্রতিদিন যানজটে বিরক্ত মানুষ। সেই বিরক্তিই জন্ম দিল জুনেয়দির নিজস্ব ২৬ ফুট লম্বা হেলিকপ্টারের। টাকার হিসাবে দেড় লাখের বেশি খরচ হয়েছে তার। বিভিন্ন বাতিল জিনিস দিয়ে এই হেলিকপ্টার বানান তিনি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ