আরও তলানিতে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার। দ্বিতীয় ত্রৈমাসিকে জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার কমে দাঁড়াল ৪.৫ শতাংশে। যার অর্থ গত ৬ বছরের মধ্যে তলানিতে এসে ঠেকেছে আর্থিক প্রবৃদ্ধি।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৩ সালের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে জিডিপি প্রবৃদ্ধির হার মাত্র ৪.৩ শতাংশে গিয়ে ঠেকেছিল। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই ছিল সবচেয়ে কম। সেপ্টেম্বর ত্রৈমাসিকে সেই রেকর্ড ভাঙার উপক্রম হয়েছিল। গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ।
জিডিপির হার তলানিতে যাওয়ার কারণ হিসেবে হিসেবে বিশেষজ্ঞদের ব্যাখ্যা, দেশে পণ্যের চাহিদা এবং বেসরকারি বিনিয়োগ হ্রাস পেয়েছে। এছাড়া বিশ্ব বাজারে মন্দার জেরে রফতানিও কমেছে। সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন