নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ভারতের নানা প্রান্তে যে ধরনের প্রতিবাদ চলছে। এই বিষয়ে ভারতের বর্তমান অবস্থার উপর কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ মিছিলের অধিকার যেন খর্ব না হয় সে বিষয়ে ভারতকে সুনিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন।
অন্যদিকে, আন্দোলনের নামে ভারতের নানা প্রান্ত থেকে অশান্তির খবর আসছে সে ব্যাপারেও উদ্বেগপ্রকাশ করেছে মার্কিন দফতর। ভারতবাসীকে এই ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার আবেদন জানিয়েছেন মার্কিন বিভাগের মুখপাত্র। কোনও ভারতবাসীই যাতে আইন হাতে না তুলে নেন সে বিষয়েও আবেদন জানান তিনি।
রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। গত বুধবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিলে সই করে শিলমোহর দেওয়ার পর থেকেই এই আইনের বিরোধিতায় ভারতজুড়ে প্রতিবাদ শুরু হয়। আসাম, ত্রিপুরাসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রতিবাদের যে স্ফুলিঙ্গ ছড়িয়েছিল পরবর্তীতে পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ ছাড়াও দেশটির একাধিক জায়গায় এই বিক্ষোভের আঁচ এসে পড়ে।
পশ্চিমবঙ্গের নানা স্থানে গত চারদিন ধরে একাধিক অশান্তির টুকরো টুকরো ছবি উঠে আসে। কখনও রেললাইন অবরোধ,কখনও আবার স্টেশন মাস্টারের ঘরে আগুন। একের পর এক বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙা, হাওড়ার উলুবেড়িয়া, দক্ষিণ ২৪ পরগণার আক্রা। যত দিন গড়িয়েছে বাসে-ট্রেনে আন্দোলনের নামে অশান্তির ঘটনার ছবি দীর্ঘায়িত হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ