দুটি অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করতে রায় দিয়েছে যুুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আরেকটি অভিযোগ হচ্ছে তিনি কংগ্রেসের কার্যক্রমে বাধা দিয়েছেন। প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ওই অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট।
প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর যে দুজন মার্কিন প্রেসিডেন্ট এর আগে অভিশংসিত হয়েছেন তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন। তারা দু'জনের ডেমোক্রেট দলের রাজনীতিবিদ ছিলেন। আর ট্রাম্প হলেন রিপাবলিকান দলের রাজনীতিবিদ। অ্যান্ড্রু জনসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি। তিনি ১৮৬৫ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। রিপাবলিকার দলের রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর হাতে মারা যাওয়ার পর প্রেসিডেন্ট হন ভাইস প্রেসিডেন্ট পদে থাকা জনসন। তিনি প্রতিনিধি পরিষদে অভিশংসনের শিকার হয়েছিলেন। ১৯৯৮ সালে প্রতিনিধি পরিষদের দ্বারা অভিশংসিত হন ক্লিনটন। হোয়াইট হাউজের ২২ বছর বয়সী ইন্টার্ন মনিকা লিউনস্কির সাথে সম্পর্ক লুকানোর জন্য বিচারকাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে হাউজ অব রেপ্রেজেন্টেটিভে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প। এখন তার প্রেসিডেন্ট থাকতে পারা না পারা নির্ভর করছে আসছে জানুয়ারিতে সিনেটে শুনানিতে।
এখন অভিসংশনের পরবর্তী ধাপ হচ্ছে সিনেটের শুনানি। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে এই অভিশংসনে ধোপে টিকবে না বলেই ধারণা। ফলে প্রেসিডেন্ট পদও হয়তো হারাতে হবে না ট্রাম্পকে।
বিডি প্রতিদিন/ফারজানা