চীনের জিনজিয়াং প্রদেশে নির্যাতিত উইঘুর মুসলিমদের প্রতি সংহতি জানিয়েছে হংকংয়ের বিক্ষোভকারীরা। উইঘুরদের পতাকা হাতে নিয়ে এক বিক্ষোভে এ সংহতি প্রকাশ করে তারা।
রবিবার বিকালে উইঘুরদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন হংকংয়ের এক হাজারেরও বেশি মানুষ। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ।
বিক্ষোভে তরুণদের পাশাপাশি বয়স্করাও অংশ নেন। এসময় অনেকে উইঘুরদের পতাকা উত্তোলন করেন। অনেকের হাতে দেখা যায় চীনের জিনজিয়াং প্রদেশে এ সম্প্রদায়ের মানুষের ওপর রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের বিরুদ্ধে নানা পোস্টার। ‘ফ্রি উইঘুর’, ‘ফ্রি হংকং’, ‘চীনের ভুয়া স্বায়ত্তশাসনের পরিণাম গণহত্যা’ ইত্যাদি লেখা পোস্টার প্রদর্শন করেন বহু বিক্ষোভকারী।
একপর্যায়ে বিক্ষোভকারীদের ওই সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারীরা সমাবেশের পাশের সরকারি একটি ভবন থেকে চীনের পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
চীনের জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশ উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো স্বশাসিত একটি অঞ্চল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সেখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন