বাণিজ্যিকভাবে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেনিস মুলেনবার্গকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। বোয়িং ৭৩৭ ম্যাক্স এর উৎপাদন বন্ধ হওয়ার পর প্রধান নির্বাহীর পদে পরিবর্তন আনা হলো।
ডেনিস মুলেনবার্গের জায়গায় নতুন নির্বাহী ও প্রেসিডেন্ট হিসেবে ডেভিড ক্যালহুর নাম ঘোষণা করেছে বোয়িং। বড় দুটি দুর্ঘটনার পর আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং সেই সঙ্গে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে নেতৃত্বে পরিবর্তন আনাটা জরুরি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।
আগামী ১৩ই জানুয়ারি থেকে কাজ শুরু করবেন নতুন নির্বাহী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ