চারটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইয়েমেন। দেশটির সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত এসব প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছেন।
রবিবার উন্মোচন করা চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হচ্ছে 'সাকিব-১', 'সাকিব-২', 'সাকিব-৩' এবং 'ফাতির-১'।
এসব ব্যবস্থা উন্মোচনের পর মাহদি আল মাশাত বলেছেন, ইয়েমেনের বিশেষজ্ঞরা নিজেরাই এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর মধ্য দিয়ে ইয়েমেনি বাহিনীর শক্তি ও সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, জনপ্রিয় হুথি আনসারুল্লাহর মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালিক আল হুথি প্রতিরক্ষা শক্তি জোরদারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এসব সামরিক সরঞ্জাম তৈরির মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এসব প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি জোটের সঙ্গে ইয়েমেনের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে তিনি মন্তব্য করেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এসব প্রতিরক্ষা ব্যবস্থার খুঁটিনাটি বিষয় খুব শিগগিরই জানানো হবে। সম্প্রতি ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থা সেদেশের জাওফ প্রদেশে সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গি বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সূত্র: পার্সটুডে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন