৬ জুলাই, ২০২০ ১৫:০৬

পরমাণু কেন্দ্রে আগুনে ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে: ইরান

অনলাইন ডেস্ক

পরমাণু কেন্দ্রে আগুনে ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে: ইরান

সংগৃহীত ছবি

ইরানের পরমাণু শক্তি বিভাগ জানিয়েছে, সম্প্রতি দেশটির নাতানজ প্রদেশের একটি পরমাণু কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিসাধন হয়েছে। সোমবার ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবন্দির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, গত বৃহস্পতিবার (২ জুলাই) নাতানজ পরমাণু কেন্দ্রে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যাচ্ছিল না।

রবিবার অগ্নিকাণ্ডের ব্যাপারে জানাতে গিয়ে কামালবন্দি বলেন, কীভাবে ওই আগুনের সূত্রপাত নিরাপত্তাজনিত কারণেই তা বিস্তারিত বলা হচ্ছে না। অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিসাধন হয়েছে, তবে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

‘এ ঘটনায় সেন্ট্রিফিউজ উন্নতকরণ ও উৎপাদনের হার আপাতত কিছুটা কমে যাবে, কিন্তু ইরান শিগগিরই ক্ষতিগ্রস্ত ভবনের জায়গায় আরও বড় পরিসরের ভবনে উন্নত যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করবে।’   

উল্লেখ্য, সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে ইউরেনিয়াম উন্নত করা হয়। এই ইউরেনিয়াম দিয়ে জ্বালানি এমনকি পরমাণু অস্ত্রও বানানো সম্ভব।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর