১১ আগস্ট, ২০২০ ০৯:৫৮

বৈরুত বিস্ফোরণ: জুলাইয়ে সতর্ক করা হয়েছিল লেবানন সরকারকে

অনলাইন ডেস্ক

বৈরুত বিস্ফোরণ: জুলাইয়ে সতর্ক করা হয়েছিল লেবানন সরকারকে

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে গত জুলাই মাসে দেশটির প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছিল। লেবাননের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারকে সতর্ক করার দুই সপ্তাহের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। এছাড়া প্রায় ৬ হাজারের মত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

এদিকে, এ ঘটনার জেরে সাধারণ মানুষের অব্যাহত বিক্ষোভের মুখে দেশটির সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছে। এর আগে দেশটির দু’জন মন্ত্রী ও ৯ এমপি পদত্যাগ করেন। তাদের অভিযোগ সরকার সুযোগ থাকার পরই কাজ করেনি।

বিডি প্রতিদিন/এজে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর