চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপেও মশা নিধনে পৌর কর্তৃপক্ষের কার্যক্রম চোখে পড়ছে না। বর্তমানে আড়াই শ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রায় অর্ধশত ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন, জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে ৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১১ জন পুরুষ, ১৮ জন নারী ও সাতজন শিশু। এ ছাড়া হাসপাতালটির বহির্বিভাগে বুধবার শনাক্ত হয়েছে ২৩ জন। এরই মধ্যে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের কবির হোসেনের মৃত্যু হয়েছে।এদিকে স্থানীয়দের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রায় সব ওয়ার্ডেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও পৌর কর্তৃপক্ষ মশা নিধনে তেমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। এ ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় এডিস মশা জন্ম নিয়ে ডেঙ্গু ছড়াচ্ছে বলে মনে করে সচেতন মহল। তবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন উর রশিদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে এবং মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেকে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত জেলা হাসপাতালে শনাক্ত হয়েছে ২৭৫ জন। হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদ পারভেজ বলেন, সাধারণত জুন-জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। এবারও জুনে তাই বেড়েছে। মধ্য বয়সিরা বেশি আক্রান্ত হচ্ছেন। কিন্তু আক্রান্তদের ভ্রমণের রেকর্ড নেই। তারা স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তথ্য অফিসের সহোযোগিতায় মাইকিং কার্যক্রম চালু আছে। সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে।
শিরোনাম
- আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- 'প্রিজন সেলে অবহেলায় আল্লামা সাঈদীর মৃত্যু হয়'
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নীল নদ থেকে ফোরাত : আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন
- বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের
- বিদ্যুৎ ও গ্যাস সংকট পোশাক খাতের বড় চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি