নাটোর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। গতকাল শহরের লিয়াকত ব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীম ভূঁইয়া, নাটোর পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হক, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দীন নাসিম। জেলা প্রশাসক বলেন, নাটোরের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।