কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে মো. রুবেল (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে পূর্ব মগডেইল মসজিদের পাশে টাট্টিঘোনা নামক মাছের প্রজেক্ট থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। রুবেল ওই এলাকার লাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন মাছ ধরতে যাওয়ার সময় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে তারা আরও কয়েকজনকে ডেকে লাশটি উদ্ধার করেন। নিহতের পরিবার জানিয়েছে, ছোট বেলা থেকে রুবেল মানসিক ভারসাম্যহীন। গত ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ চান।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই সুমিত বড়ুয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফন সম্পন্ন হবে।