নাটোরের নলডাঙ্গায় কৃষকের জালে আটকেপড়া একটি বাগডাশ বা গন্ধগোকুল উদ্ধার করেছেন পরিবেশকর্মী ও স্থানীয়রা।
গতকাল দুপুরে উপজেলার পিপরুল সেন্টার এলাকার ধান খেত থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। স্থানীয় কৃষক গাহারুল প্রামাণিক জানান, তার জমিতে দেওয়া জালে আটকা পড়ে প্রাণীটি। অন্যদের সঙ্গে নিয়ে তিনি প্রাণীটি উদ্ধার করে স্থানীয় বাজারে আসেন এবং পরিবেশকর্মীদের খবর দেন। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ফজলে রাব্বী জানান, গন্ধগোকুলটি বিকালেই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।