নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোসেন মনা (৪২) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ পুল কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রাশেদুল ইসলাম অভিযান চালিয়ে হোসেন মনাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। মনার বিরুদ্ধে সাতটি মাদকের মামলা রয়েছে।