১১ আগস্ট, ২০২০ ১৯:১২

করোনাকে হারিয়ে ১০৩ বছরের বৃদ্ধা পূরণ করলেন দীর্ঘদিনের ইচ্ছা

অনলাইন ডেস্ক

করোনাকে হারিয়ে ১০৩ বছরের বৃদ্ধা পূরণ করলেন দীর্ঘদিনের ইচ্ছা

কত মানুষের কত ছোট-বড় ইচ্ছা জীবনে অপূর্ণ থেকে যায়। কিন্তু এই নারী তার ছোট্ট প্রিয় ইচ্ছাটি ১০৩ বছরে পূরণ করে নিলেন। সোশ্যাল মিডিয়ায় তার  কাহিনি এখন ভাইরাল। ফেসবুকে তার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে।

আমেরিকার মিশিগানের বাসিন্দা ডরোথি পোলক জুন মাসেই তার ১০৩ বছরের জন্মদিন পার করেন। কিন্তু সেদিন তিনি তা সবার সঙ্গে পালন করতে পারেননি। মিশিগানের মাস্কেগনের একটি নার্সিংহোমে তাকে জন্মদিনটি কাটাতে হয়। কারণ, সেই সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার নার্স জানান, দীর্ঘদিন সবার থেকে বিচ্ছিন্ন থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

করোনাকে হারিয়ে শেষে বাড়ি ফেরেন তিনি। কিন্তু সম্প্রতি তার দীর্ঘদিনের অপূর্ণ শখ পূরণের ইচ্ছে হয়। তার ইচ্ছা ছিল, হাতে একটি পারমানেন্ট ট্যাটু করাবেন। কিন্তু ইচ্ছা থাকলেও কয়েক দশক তা পূরণ করার সুযোগ হয়নি। এখন তিনি ঠিক করেন, করোনা মহামারির মাঝেও তিনি সেই ইচ্ছা পূরণ করবেনই। যেমন ভাবা তেমন কাজ।

ডরোথির এক নাতনি টেরেসা সংবাদ মাধ্যমকে জানান, তার ঠাকুরমাকে তারা এমন মনমরা হয়ে থাকতে দেখেননি। নার্সিংহোম থেকে ফিরেও তিনি যেন স্বাভাবিক হতে পারছিলেন না। তাই তারা ঠিক করেন, ঠাকুরমার দীর্ঘদিনের ইচ্ছা পূরণের ব্যবস্থা হবে। সেই মতো ডরোথি এক ট্যাটু স্টুডিয়োতে যান। সেখানে তিনি একটি সবুজ রঙের ব্যাঙ আঁকান তার হাতে।

ট্যাটু নিয়ে ডরোথির সেই খুশির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার নাতনি। সেখানে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন তার হাতে এমন একটা ট্যাটু করাতে পেরে, তিনি নিজেও সে কথা জানিয়েছেন। 

ডরোথি জানিয়েছেন, তিনি ব্যাঙ পছন্দ করেন। অনেক দিন আগে তার এক নাতি ঠাকুরমাকে এমন একটা ট্যাটু করিয়ে দিতে চান। কিন্তু তখন সেটা সম্ভব হয়নি। এত দিনে সেই ইচ্ছা পূরণ হলো।

সূত্র : আনন্দবাজার

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর