ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর অবস্থা অপরিবর্তিত আছে বলে আজ শুক্রবার সকালে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রণব মুখার্জী নিবীড় পর্যবেক্ষণে আছেন এবং তাকে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার মূল স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলো স্বাভাবিক রয়েছে। দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল এসব তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় প্রণব মুখার্জী গভীর কোমায় আচ্ছন্ন। উল্লেখ্য, গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তি হন প্রণব মুখার্জী। পরে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
ভারতীয় কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জী ভারতের ১৩তম রাষ্ট্রপতি। ৫ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে ভারতের বাঙালি এ রাষ্ট্রপতি বেশ কিছু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা