২ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৬

'তাইওয়ান' শব্দটিকে গুরুত্ব দিয়ে নতুন পাসপোর্ট প্রকাশ

অনলাইন ডেস্ক

'তাইওয়ান' শব্দটিকে গুরুত্ব দিয়ে নতুন পাসপোর্ট প্রকাশ

তাইওয়ান সরকার তাদের পাসপোর্টের নতুন নকশা প্রকাশ করেছে। নতুন পাসপোর্টে ইংরেজিতে লেখা 'তাইওয়ান' শব্দটির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন পাসপোর্টের প্রচ্ছদে এক নজরে 'রিপাবলিক অব চায়না' (দেশটির আনুষ্ঠানিক নাম) শব্দটিই নজরেই পড়বে না। অন্যদিকে বোল্ড ফন্টে লেখা হয়েছে 'তাইওয়ান' শব্দটি। 

নতুন প্রচ্ছদে চীনা ভাষায় 'রিপাবলিক অব চায়না' শব্দগুলো আগের নকশার মতোই পাসপোর্টের ওপরেই রাখা হয়েছে। তবে তার নিচেই থাকা 'রিপাবলিক অব চায়না' নামটির ইংরেজি ভার্সন সরিয়ে একটি ছোট বৃত্তের মধ্যে লেখা হয়েছে।

পাসপোর্টের নতুন ভার্সনের বিষয়ে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ওু বলেছেন, নতুন প্রচ্ছদে আগের সবকিছুই রাখা হয়েছে। তবে আমরা নতুন ভার্সনে তাইওয়ান শব্দটির ওপর জোর দিয়েছি। পাশাপাশি ইংরেজিতে লেখা পাসপোর্ট শব্দটিকে তাইওয়ানের কাছাকাছি এনেছি। এটা তাইওয়ানের পাসপোর্ট সেটি স্পষ্ট করতেই এ উদ্যোগ। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর