২৯ নভেম্বর, ২০২০ ০৪:৩১

তিন দিনে বিশ্বভ্রমণ আরবীয় মহিলার!

অনলাইন ডেস্ক

তিন দিনে বিশ্বভ্রমণ আরবীয় মহিলার!

মানুষের নানা রকম শখ থাকে। কেউ কেউ তো শখ পূরণ করতে বেশ অসাধ্য সাধন করে ফেলেন। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে।

গিনেস বুকে নাম তোলার জন্য আরবীয় এক মহিলা মাত্র তিন দিনে বিশ্বভ্রমণ সেরে ফেলেছেন। আর এতে গত বুধবার গিনেস কর্তৃপক্ষ তাকে এ বিষয়ে রেকর্ডধারী হিসেবে ঘোষণা করেছে। এটা ঘোষিত হল ঘটনাচক্রে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে’-তেই! 

খাওলা-আল-রোমাইঠি নামের সেই মহিলা মাত্র ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ডে ঘুরে ফেলেছেন সাতটি মহাদেশ! তাঁর এই ঝোড়ো সফর তিনি শেষ করেছেন সিডনিতে। করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে-আগেই তিনি এই সফরটি সেরে ফেলেছিলেন।

এ বিষয়ে তিনি বলেন, এটা খুব কঠিন একটি জার্নি ছিল। অত্যন্ত ধৈর্যের দরকার ছিল। বিশেষ করে এয়ারপোর্টগুলিতে। কেননা সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। এছাড়া লাগাতার প্লেনজার্নিটাও খুব কঠিন।

সাতটি মহাদেশ একবারে ভ্রমণের ব্যাপারে খাওলা-আল-রোমাইঠি বলেন, সত্যি বলতে কী, এমন নয় যে, বিষয়টা সব সময়ই আমি দারুণ উপভোগ করেছি। বরং আমি ভীষণ ভাবে বাড়ি ফিরতে চাইছিলাম। 

তবে আমি লক্ষ্য থেকে সরে আসিনি। আমার পরিবার ও বন্ধুবর্গও আমাকে এই সময়ে দারুণ সমর্থন জুগিয়েছেন। আমি যাতে জার্নিটা শেষ করতে পারি, সেজন্য তাঁরা আমাকে সব সময়ে উৎসাহ জুগিয়েছেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর