২৯ নভেম্বর, ২০২০ ০৯:৫২

পাল্টাপাল্টি রাষ্ট্রদূত বহিষ্কার করল মন্টেনিগ্রো-সার্বিয়া

অনলাইন ডেস্ক

পাল্টাপাল্টি রাষ্ট্রদূত বহিষ্কার করল মন্টেনিগ্রো-সার্বিয়া

সার্বিয়ান রাষ্ট্রদূত ভ্লাদিমির বোজোভিক (বামে), মন্টেনিগ্রোর রাষ্ট্রপতি মিলো জুকানোভিকের সাথে চলতি বছরের জানুয়ারিতে। ফাইল ছবি

সার্বিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মন্টেনিগ্রো। দেশের সার্বভৌমত্ব অবমাননার দায়ে তাকে এই বহিষ্কার করা হয়েছে। এর জবাবে  মন্টেনিগ্রোর রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে সার্বিয়া। 

গত শনিবার সার্বিয়ান রাষ্ট্রদূত ভ্লাদিমির বোজোভিককে অবাঞ্ছিত ঘোষণা করে দেশ থেকে বহিষ্কার করে মন্টেনিগ্রো। এতে করে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে শুরু হয় কূটনৈতিক দ্বন্দ্ব।

দীর্ঘদিন ধরে ক্রমাগত দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কারণে সার্বিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে মন্টেনিগ্রোর পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা পরেই সার্বিয়া সেদেশে নিযুক্ত মন্টেনিগ্রোর রাষ্ট্রদূত তারজান মিলোসেভিককে বহিষ্কার করে।

সার্বিয়া-মন্টেনিগ্রো দুটোই একসময় একই রাষ্ট্র ছিল। ২০০৬ সালে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে মন্টেনিগ্রো।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর