৩০ নভেম্বর, ২০২০ ২২:০৪

২০২০ সালের সবচেয়ে আলোচিত শব্দ ‘প্যান্ডেমিক’

অনলাইন ডেস্ক

২০২০ সালের সবচেয়ে আলোচিত শব্দ ‘প্যান্ডেমিক’

করোনায় এখনও পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন সারাবিশ্বে। ফলে এ মুহূর্তে বিশ্বের সর্বত্র ‌‘মহামারি’ শব্দটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ইংরেজিতে যাবে প্যান্ডেমিক (Pandemic) বলা হয়। 

ফলে মেরিয়ম-ওয়েবস্টার অভিধান ‘প্যান্ডেমিক’-কে বছরের সবচেয়ে বেশি আলোচিত শব্দ ঘোষণা করেছে।

শুধু তাই নয় অনলাইন অভিধান dictionary.comও এই প্যান্ডেমিককে বছরের সবচেয়ে বেশি আলোচিত শব্দ ঘোষণা করেছে। এ বছর তাদের সাইটে প্যান্ডেমিক শব্দটির অর্থই সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। এর মধ্যে ১১ মার্চ শব্দটির খোঁজ ১৩, ৫০০ শতাংশ বৃদ্ধি পায়। 

গত বছরের শেষ দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। ধীরে ধীরে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার প্রভাবে এক লহমায় সাধারণ মানুষের জীবনযাত্রা পাল্টে যায়। এখনও পর্যন্ত সারাবিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটির বেশি মানুষ। প্রতিষেধক আবিষ্কার নিয়ে তাবড় সংস্থাগুলো উঠে পড়ে লাগলেও, এখন পর্যন্ত করোনার প্রতিষেধক বাজারে আসেনি। বরং প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমণ ও মৃত্যু।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর