নেপালের সংসদ ভেঙে দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। আজ রবিবার সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর এই আহ্বান জানান তিনি।
এ আহ্বানে নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টির নেতাদের সমালোচনার মুখে পড়েছেন কে পি শর্মা ওলি। তার দলের নেতাকর্মীরা বলছেন, বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত ছিলেন না। তাই এ ধরনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক।
দলের এক নেতা বিষ্ণু রিজাল জানিয়েছেন, দলের ভেতরে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় এ সিদ্ধান্ত নিলেন ওলি।
২০২২ সালে নেপালের সাধারণ নির্বাচন হওয়া কথা। এখন দেখার বিষয়, প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংসদ বিলুপ্ত করেন কি না।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ