পাকিস্তানে আবারও চীনা নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। দেশটির করাচির সুপার হাইওয়েতে একটি গাড়ির শো-রুমে হামলা এবং শো-রুমের মালিকের দোভাষী চীনা নাগরিককে এ সময় আক্রমণ করা হয়।
শোরুমের মালিক আবদুল বাসিরের অনুরোধে এ বিষয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে পুলিশ এখনও কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুষ্কৃতিকারীদের ধরতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা বিবৃতি রেকর্ড করেছে এবং অপরাধের দৃশ্যের সিসিটিভি ফুটেজ পেয়েছে।
এদিকে এই ঘটনার পর ‘সিন্ধুদেশ বিপ্লব সেনা’ নামে একটি জাতীয়তাবাদী দল এই হামলার দায় স্বীকার করেছে। সম্প্রতি করাচিতে চীনা নাগরিককে আক্রমণ করার দ্বিতীয় চেষ্টা এটি। এর আগে দুজন অচেনা মোটরসাইকেল চালক চীন টাউন রেস্তোঁরায় চীনা মালিককে তার গাড়িতে বিস্ফোরক রেখে হত্যা চেষ্টা করেছিল। সেই ঘটনার দায়ও এই দল স্বীকার করেছিল।
বিডি প্রতিদিন/কালাম