২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:১৪

মিয়ানমারে চরম উত্তেজনা : পুলিশের গুলিতে নিহত বেড়ে ৯

অনলাইন ডেস্ক

মিয়ানমারে চরম উত্তেজনা : পুলিশের গুলিতে নিহত বেড়ে ৯

সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মিয়ানমারজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে আজ রবিবার কমপক্ষে ৯ বিক্ষোভকারীর প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।  

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, দাউইতে তিনজন পুরুষ এই সহিংসতায় নিহত হয়েছেন। এ ছাড়া ওই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ইয়াঙ্গুনে একজন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়ে গেছে।

এ নিয়ে মিয়ানমারে অভ্যুত্থানের পর মোট কমপক্ষে ৮ বিক্ষোভকারী নিহত হলেন। রবিবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ সরাসরি গুলি, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ছুড়েছে। অভ্যুত্থানের পর এটাই তাদের সবচেয়ে আগ্রাসী বিক্ষোভ বিরোধী দমনপীড়ন। সূত্র : রয়টার্স।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর