৮ মার্চ, ২০২১ ০৪:৪৭

মিয়ানমারের সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে চায় চীন

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে চায় চীন

ওয়াং ই

মিয়ানমারের সেনা শাসকদের সমর্থন দেয়ার অভিযোগ অস্বীকার করেছে চীন। একই সঙ্গে মিয়ানমারের সব পক্ষের সঙ্গে  আলোচনায় বসতে চায় চীন।

রবিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘মিয়ানমারের সার্বভৌমত্ব এবং জনগণের ইচ্ছার সম্মানে চীন সব পক্ষের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক।’

তিনি আরও বলেন, মিয়ানমারের সব দল ও গোষ্ঠীর সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মিয়ানমারের পরিস্থিতির যতই বদল হোক না কেন চীন-মিয়ানমার সম্পর্কের অবনতি হবে না। এই সম্পর্কে চীনের সহযোগিতা পরিবর্তন হবে না।’

১ ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর শুরু হয় দমন-নিপীড়ন। এখন পর্যন্ত সেখানে অর্ধশতাধিক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

পশ্চিমা দেশগুলো মিয়ানমারে সামরিক শাসনের তীব্র নিন্দা জানালেও চীনের প্রতিক্রিয়া ছিল সতর্ক।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর