আবারও যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি দেখল চীন। এবার বেইজিংয়ের আপত্তি উড়িয়ে তাইওয়ান প্রণালীতে টহল দিয়ে গন্তব্যের উদ্দেশে পাড়ি দিল মার্কিন রণতরী। জানা গেছে, যুক্তরাষ্ট্রে রণতরী 'ইইউএসএস কার্টিস উইলবার' দ্বারা এ মহড়া চালানো হয়। বিষয়টি যুক্তরাষ্ট্র স্বীকার করলেও, চীনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানায়, 'তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরীর টহল আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি নিজেদের দায়বদ্ধতা তুলে ধরা। আন্তর্জাতিক আইন মেনে বিশ্বের যে কোনও জায়গায় নিজেদের কাজ চালিয়ে যাবে মার্কিন সেনা। সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক