ভারতের হরিয়ানার ফতেহবাদ থানা আটক দুই কৃষকের মুক্তির দাবিতে গরু নিয়ে গিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় কৃষকরা। এর আগে স্থানীয় বিধায়কের বাড়ি ঘেরাও করে রাখার অভিযোগে দুই প্রতিবাদী কৃষককে গ্রেফতার করে পুলিশ। সেই দু’জনের মুক্তির দাবিতে স্থানীয় থানায় অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা।
তাদের সেই বিক্ষোভের অংশ হিসেবে থানায় একটি গরুও নিয়ে আসেন কৃষকরা। বলা হয়, ‘গরুটি ৪১ তম সাক্ষী, তাই তাকেও নিয়ে আসা হয়েছে।’
কৃষক সংগঠন সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়। থানার চারদিক ঘিরে অবস্থান বিক্ষোভ চালাতে থাকেন কৃষকরা। সঙ্গে ছিল গরুটিও। একটি ছোট বাঁশের খুঁটিতে বাঁধা ছিল গরুটিকে। সামনে ছিল জল, আর খাবার।
প্রতিবাদী কৃষকরা জানান, ‘বর্তমানে হরিয়ানায় যে সরকার রয়েছে, সেই সরকার নিজেদের গোরক্ষক বলে দাবি করে, গরু পবিত্র পশু বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়। তাই আমরা সেই পবিত্র প্রাণীটিকে নিয়ে এসেছি প্রতিবাদে। সরকারের নজর যাতে ফেরে, সেই কারণেই আমরা গরুটিকে এনেছি।’
অবশ্য রবিবার রাতেই জামিনে মুক্ত করা হয়েছে গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/আবু জাফর