ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ক্ষমতাচ্যুত করতে আট দলের অংশগ্রহণে জোট গঠনকে জালিয়াতি বলে অভিযোগ করেছেন। রবিবার নিজ দল লিকুদ পার্টি থেকে ইসরেয়েলি পার্লামেন্ট নেসেটে নির্বাচিত সদস্যদের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু বলেন, দেশের ইতিহাসে, আমার মতে যে কোনো গণতন্ত্রের ইতিহাসে আমরা সবচেয়ে বড় নির্বাচনী জালিয়াতির সাক্ষী হতে যাচ্ছি।
এর আগে ২ জুন সরকার গঠনে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার সামান্য আগে ইয়েশ আতিদ দলের প্রধান ইয়ায়ির লাপিদ সরকার গঠনের ঘোষণা দেন। রক্ষণশীল ইয়ামিনা দলের প্রধান নাফতালি বেনেত ও অন্য আরও ছয়টি দলের প্রধানের সাথে সমঝোতার ভিত্তিতে নতুন সরকার গঠনের এই ঘোষণা দেন তিনি।
নেতানিয়াহু তার বক্তব্যে বলেন, শুধু তার বিরুদ্ধে শত্রুতার কারণেই পরস্পরবিরোধী এই দলগুলো জোটবদ্ধ হয়েছে।
এর আগে শনিবার ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেতের প্রধান নাদাভ আরগামান এক বিবৃতিতে সহিংসতা সৃষ্টি ও উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে সতর্কতা দেন। তিনি বলেন, 'এই বক্তব্য নির্দিষ্ট দল বা ব্যক্তির কাছে অবৈধ সহিংসতার বার্তা দিতে পারে যাতে প্রাণহানি ঘটতে পারে।'
সিন বেতের এক মুখপাত্রের কাছে আরগামানের নির্দিষ্ট দল বা ব্যক্তির বিষয়ে বার্তা সংস্থা এএফপি প্রশ্ন করলে তাতে কোনো মন্তব্য না করে তিনি বলেন, এই সতর্কতা চলমান সার্বজনীন পরিবেশ সম্পর্কেই দেয়া হয়েছে যার অবসান হওয়া প্রয়োজন।
তবে নেতানিয়াহুর বিরোধী দলীয় রাজনীতিক ও কিছু স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সিন বেত প্রধানের সতর্কতা বিদায়ী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই দেয়া।
দলীয় নেসেট সদস্যদের বৈঠকে নেতানিয়াহু বলেন, 'রাজনৈতিক সমালোচনা ও সহিংসতায় উস্কানির মধ্যে ক্ষীণ পার্থক্য রয়েছে। আমরা কখনোই ডানপক্ষ থেকে আসা সমালোচনাকে সহিংসতায় উস্কানি এবং বামপক্ষ থেকে আসা সমালোচনাকে মত প্রকাশের স্বাধীনতা বলতে পারি না।'
বিডি প্রতিদিন/আরাফাত