২৫ জুন, ২০২১ ১৭:১৮

ভারতে স্বর্ণের বাজারে টানা দরপতন

অনলাইন ডেস্ক

ভারতে স্বর্ণের বাজারে টানা দরপতন

ফাইল ছবি

আবারও টানা দু’দিন টানা দরপতন দেখা গেল ভারতের স্বর্ণের বাজারে। আজ শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম কমে দাঁড়িয়েছে ৪৬,৮৬৫ রুপি। তবে রুপার দাম কিছুটা বেড়েছে। এক কিলোগ্রাম রুপার দাম ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭,৮৪৫ রুপি। 

ভারতে চলতি মাসের শুরুতে স্বর্ণের দাম ৫০,০০০ রুপির কাছে পৌঁছায়। বিশ্ব বাজারের রেশ ধরে তারপর থেকে কমেছে স্বর্ণের দাম। আপাতত ভারতীয় বাজারে রেকর্ড দরের থেকে ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১০,০০০ রুপি কমেছে। গত বছর আগস্টে ১০ গ্রাম স্বর্ণের দাম ৫৬,২০০ রুপিতে পৌঁছেছিল। 

এদিকে, বিশ্ব বাজারে স্বর্ণের দাম মোটামুটি অটল আছে। এক আউন্স স্পট গোল্ডের দাম পড়ছে ১,৭৭৮.৪৮ ডলার। আর ০.৮ শতাংশ বৃদ্ধির পথে আছে। ফেডারেল রিজার্ভে সিদ্ধান্তের জেরে গত সপ্তাহে ছ'শতাংশ কমে গিয়েছিল। মার্কিন ডলারেরও সহায়তা পাচ্ছে স্বর্ণ। ডলার সূচক কমে দাঁড়িয়েছে ৯১.৭৮৭। তার ফলে অন্যান্য মুদ্রাধারীদের কাছে সস্তা হয়েছে স্বর্ণ। 

সূত্র : হিন্দুস্তান টাইমস।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর