২৭ জুলাই, ২০২১ ২১:৪৪

সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মাতাফা

অনলাইন ডেস্ক

সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মাতাফা

ফিয়ামি নাওমি মাতাফা

সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফিয়ামি নাওমি মাতাফা দায়িত্ব নিয়েছেন। আজ মঙ্গলবার প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে তিনি পার্লামেন্টে প্রবেশ করেন। খবর বাসসের।

জানা গেছে, এর মধ্য দিয়ে দ্বীপ রাষ্ট্রটির রাজনৈতিক সংকটের অবসান হয়েছে। সামোয়াতে গত ৯ এপ্রিলের নির্বাচনে ২২ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তুইলাপে সাইলেলে মালিয়েলেগাওয়িকে হারিয়েছেন ফাস্ট পার্টির নেত্রী ফিয়ামি নাওমি মাতাফা (৬৪)।

কিন্তু এই পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান তুইলাপে সাইলেলে মালিয়েলেগাওয়ি। এতে দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে। দেশটিতে ১০৯ দিন কার্যকর কোনো সরকার ছিল না।

জয়ী হওয়ার পর মাতাফা পার্লামেন্টে শপথ নিতে গেলে গেটে তালা মেরে দিয়েছিলেন মালিয়েলেগাওয়ির অনুগত কর্মকর্তারা। ফলে বাধ্য হয়ে পার্লামেন্টের বাইরে অস্থায়ী একটি মঞ্চে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বাধ্য হন ফিয়ামি নাওমি মাতাফা।

তবে শপথ নিলেও আইনগত দিক দিয়ে নানারকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত সব আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় জয়ী হন মাতাফা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর