ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে খেলরত্ন পুরস্কার দেওয়া হতো। ভারতের ক্রীড়াখাতে এটিই সর্বোচ্চ সম্মাননা। চলতি বছরের আগস্টে পুরস্কারের নাম থেকে রাজীব গান্ধী অংশটুকু বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়। আসামের জাতীয় উদ্যান থেকে বাদ যাচ্ছে রাজীব গান্ধীর নাম। উদ্যানটির নাম পরিবর্তনের বিষয়ে আসাম রাজ্য সরকারের মন্ত্রিসভা গতকাল বুধবার একটি প্রস্তাব পাস করেছে।
উদ্যানটির বর্তমান নাম রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান। ১৯৯২ সালে এ নামকরণ করা হয়। আসামের মন্ত্রিসভায় পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, রাজীব গান্ধীর নামে থাকা জাতীয় উদ্যানটির নতুন নামকরণ করা হবে। উদ্যানটির নতুন নাম হবে ‘ওরাং জাতীয় উদ্যান’।
আসাম রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আদিবাসী ও চা শ্রমিক সম্প্রদায়ের দাবি বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা রাজীব গান্ধী জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করে ওরাং জাতীয় উদ্যান করার সিদ্ধান্ত নিয়েছে।’
বিডি প্রতিদিন/ফারজানা