ইউক্রেনে আক্রমণ চালালে পরিণতি কঠিন হবে বলে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চলতি সপ্তাহান্তে যুক্তরাজ্যের লিভারপুলে ‘জি-সেভেন’-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার বিরোধিতার ব্যাপারে ঐকমত্য জানানো হবে। সেই সঙ্গে ওই বৈঠক থেকে স্পষ্ট জানানো হবে যে, রাশিয়ার এ ধরনের পদক্ষেপ ‘কৌশলগত ভুল’ হবে।
লিজ ট্রাস বলেন, যুক্তরাজ্য এবং এর মিত্রদের ‘রাশিয়াকে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে হবে।’
রাশিয়া ইউক্রেনের সীমান্তে সৈন্য মোতায়েন করায় উত্তেজনা বাড়ছে। যদিও রাশিয়া কোনও ধরনের আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।
যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের দেওয়া পূর্বসতর্কতা পুনর্ব্যক্ত করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ট্রাস বলেছেন, ইউক্রেন প্রসঙ্গে এ ধরনের কোনো আগ্রাসনের বিরুদ্ধে জি-সেভেন অত্যন্ত শক্ত অবস্থান নিতে যাচ্ছে।
লিজ ট্রাস আরও বলেন, ‘রাশিয়া যদি (ইউক্রেনে আক্রমণের) পদক্ষেপ নেয়, তা হবে কৌশলগত ভুল এবং রাশিয়াকে এর জন্য কঠিন পরিণতি ভুগতে হবে।’ সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম