ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবার হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেছেন, সীমান্তে ইউক্রেন উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে। ইউক্রেনকে ‘যেকোনো ধরনের উস্কানিমূলক’ পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া।
রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, কের্চ প্রণালিতে ইউক্রেনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ডোনবাস’ পাঠানোর প্রতিক্রিয়ায় পেসকভ এ হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে, ইউক্রেনের কঠোর সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাসে গণহত্যা চালাচ্ছে।
পূর্ব ইউক্রেনের রুশ-ভাষী জনগোষ্ঠীর এক বড় অংশ বসবাস করেন ডনবাস এলাকায়। তাদের বিরুদ্ধে বৈষম্যের বিষয়টির প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করলেস পুতিন। তিনি বলেন, ডনবাসে কি ঘটছে তা আমরা দেখছি এবং জানি। এটা নিশ্চয়ই গণহত্যার মতোই দেখাচ্ছে।
রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে ডনবাস অঞ্চলে ইউক্রেনের সেনাদের সঙ্গে লড়াই করছে। রাশিয়া সীমান্তে সেনা মোতায়েন করায় উত্তেজনা বাড়ছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করছে বলে আশঙ্কা রয়েছে।
রাশিয়ার সীমানার বাইরে রুশ ভাষাভাষীদের বিরুদ্ধে বৈষম্যের সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদের অনেকেই পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে বাস করেন। পুতিন বলেন, ডনবাসে কী হচ্ছে তা আমরা দেখছি এবং জানি। এটা অবশ্যই গণহত্যা বলে মনে হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক