রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া। অন্য দেশগুলো যখন আমাদের নাগাল পাবে, তখন সম্ভবত এসব অস্ত্র প্রতিহত করতে নতুন প্রযুক্তির উদ্ভাবন হবে। খবর রয়টার্স'র।
রবিবার (১২ ডিসেম্বর) ‘রাশিয়া: নতুন ইতিহাস’ নামের একটি প্রামাণ্যচিত্রে তিনি আরও বলেন, পরমাণু অস্ত্রের ওয়ারহেড ও বিমানবাহী রণতরীর সংখ্যা হিসাব করলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রায় সমানে সমান হবে।
এই রুশ নেতা জানান, অত্যাধুনিক উদ্ভাবনে সুনির্দিষ্টভাবেই আমরা বৈশ্বিক নেতা। ঐতিহ্যবাহী অস্ত্রের আধুনিকায়নের দিক থেকে বিশ্বে রাশিয়া এক নম্বর।
ভবিষ্যতে অন্য বিশ্বশক্তিগুলো একই ধরনের হাইপারসনিক অস্ত্র প্রযুক্তির অধিকারী হবে বলেও জানান পুতিন। তিনি বলেন, তারা যখন এসব অস্ত্র হাতে পাবে, তখন খুব সম্ভবত এই অস্ত্রের লড়াইয়ের একটি উপায় থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল