পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় এমনটাই জানানো হয়েছে। খবর সিএনএন এর।
জানা গেছে, দেশটির প্রেসিডেন্ট রচ কাবোরেকে ক্ষমতাচ্যুত করে দেশটির পার্লামেন্ট ও সরকার ভেঙে দেয়ার এবং সংবিধান বাতিলের ঘোষণা দেয় বিদ্রোহী সেনারা। বন্ধ করা হয়েছে সীমান্ত।
জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার জেরে দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট রচ কাবোরের বিরুদ্ধে অসন্তোষ ছিল। বিদ্রোহী সেনাদের অভিযোগ, বুরকিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করে দেশের নাগরিকদের একত্রিত করতে ব্যর্থ তিনি।
উল্লেখ্য, এর আগে, সোমবার দেশটির প্রেসিডেন্টকে বন্দি করে বিদ্রোহী সেনারা। তিনি এখন কোথায় আছেন সেবিষয়েও কিছু জানানো হয়নি। ২০১৫ সালেও দেশটিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক