যেকোন সময় ইউক্রেনকে কেন্দ্র করে যুদ্ধ লেগে যেতে পারে। হামলা হলে দেশকে সুরক্ষা দেয়ার জন্য স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে ফ্রন্টলাইনের ইউক্রেনীয় সেনারা জানিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। গতকাল সোমবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুদ্ধে প্রস্তুত ২৬ বছরের ইউক্রেনীয় সেনা মারিয়া। তিনি ইউক্রেনের ৫৬তম পদাতিক ব্রিগেডের অংশ। মারিয়া বলেন, ‘আমি রাজনীতি এড়ানো এবং টিভি না দেখার চেষ্টা করি। খুব বেশি চিন্তিত না হওয়ার চেষ্টা করি। তবে আমরা প্রস্তুত। আমরা অনেক প্রশিক্ষণ নিয়েছি।
এছাড়া মারিয়ার দুই ভাই ইউক্রেনের ন্যাশনাল গার্ডে কর্মরত। তার কনিষ্ঠ ভাই শিগগিরই একজন ‘ট্যাংক গানার’ হিসেবে ফ্রন্টলাইনে যাবেন।
মারিয়া আরও বলেন, ‘তাকে (শিশু সন্তান) ছেড়ে যাওয়া খুব কঠিন ছিল। তবে আমার বয়স যখন ছয় বছর তখন থেকেই স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগদান করা। আমি ভাবিনি যে ফ্রন্টলাইনে নামতে পারবো। কিন্তু আমি এখানে আছি বলে আমার আফসোস নেই।’
বিডি-প্রতিদিন/শফিক