ইউক্রেনের মাকারিভে ১৩২ জন বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধার কথা জানিয়েছে শহরটির মেয়র ভাদিম টোকার। ইউক্রেনস্কা প্রাভদা নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।
শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে শহরটির মেয়র বলেন, ‘গতকাল পর্যন্ত আমরা ১৩২ জন বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি, যাদের রুশ সেনারা হত্যা করেছিল। এর মধ্যে অধিকাংশই গণকবর থেকে উদ্ধার করা। তবে কিছু মরদেহ রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মাকারিভের প্রায় ১৫ হাজার লোব বসবাস করত। এখন সেখানকার বাসিন্দার সংখ্যা এক হাজারের নিচে সেমে গেছে। এছাড়াও রাশিয়ার সেনা অভিযানের কারণে সেখানকার ৪০ শতাংশ অবকাঠামো নষ্ট হয়ে গেছে। এর মধ্যে অনেক অবকাঠামো মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।
মাকারিভের মেয়র বলেন, দখলকারীরা (রাশিয়া) আমাদের প্রায় সকল অবকাঠামো ধ্বংস করেছে। হাসপাতাল, কিন্ডারগার্ডেন স্কুল ও আবাসিক ভবনেও বোমা মেরে সেগুলো ধ্বংস করেছে রুশ সেনারা।
বিডি প্রতিদিন/আবু জাফর