আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। শুক্রবার ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদে প্রার্থনারত মুসল্লিদের ওপর হামলা করে। এতে কমপক্ষে ১৫২ জন আহত হন। চারশর বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনাকে আল আকসা মসজিদে ‘নির্লজ্জ আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছে। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি দখলদারকে জবাবদিহি করতে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে।
মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে খ্যাত। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে।
সংঘর্ষের ঘটনা নিয়ে ইসরায়েলি পুলিশের দাবি, আল–আকসা মসজিদ প্রাঙ্গণে পাথর ছুড়ছিলেন একদল বিক্ষোভকারী। তাদের ছত্রভঙ্গ করতে সেখানে প্রবেশ করে পুলিশ। আটক করা হয় ৩০০ জনকে। তবে ফিলিস্তিনি সূত্র বলছে, ৪০০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছুড়েছে। বিক্ষোভকারীরাও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়েন।
সূত্র: আরব নিউজ
বিডিপ্রতিদিন/কবিরুল