২৩ মে, ২০২২ ০৯:৫৬

ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড: রিপোর্ট

অনলাইন ডেস্ক

ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড: রিপোর্ট

জেসিন্ডা আরডার্নের ছবির উপর আল-জাজিরার নিউজের স্ক্রিনশট

রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে ৩০ সদ্যসের একটি প্রতিরক্ষা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের এই বিশেষজ্ঞ প্রতিরক্ষা কর্মকর্তারা যুক্তরাজ্যে ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দেবে। কীভাবে এল-১১৯ ফিল্ড গান চালাতে হয় ইউক্রেনীয় বাহিনীকে তা শেখাবে নিউজিল্যান্ডের এই দল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘আল-জাজিরার’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, “আমাদের প্রশিক্ষণ দলকে অনুরোধ করা হয়েছে জুলাইয়ের শেষ পর্যন্ত অস্ত্র ব্যবহারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে সহায়তা করার জন্য।”

নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার মার্শাল কেভিন শর্ট বলেছেন, ২৩০ ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতিটি প্রশিক্ষণ সেশনে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।

একই সঙ্গে জেসিন্ডা আরডার্ন স্পষ্ট করে বলেছেন, নিউজিল্যান্ডের সৈন্যরা যুক্তরাজ্যে থাকবে। তারা কোনওভাবেই ইউক্রেনে প্রবেশ করবে না। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর