২৮ মে, ২০২২ ১৬:১৪

শ্রীলঙ্কায় ৭ লাখ ডলারের চিকিৎসাসামগ্রী পাঠাল ভারত

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় ৭ লাখ ডলারের চিকিৎসাসামগ্রী পাঠাল ভারত

শ্রীলঙ্কায় ৭ লাখ ডলারের চিকিৎসাসামগ্রী পাঠাল ভারত

শ্রীলঙ্কায় প্রায় ৭ লাখ ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার (২৬ কোটি শ্রীলঙ্কান রুপি) মূল্যের ২৫ টনেরও বেশি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে ভারত।

শুক্রবার শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার বিনোদ কে জ্যাকব। খবর এনডিটিভির।

টুইটারে এই হস্তান্তরের একটি ছবি পোস্ট করে হাইকমিশন জানায়, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ঘড়িয়াল মেডিকেল সামগ্রীর চালানটি শ্রীলঙ্কায় নিয়ে এসেছে। পাশাপাশি দেশটির জেলে সম্প্রদায়ের মাছ ধরার জন্য জ্বালানি নিয়ে এসেছে জাহাজটি। শিগগিরই তাদের মধ্যে এই সহায়তা বিতরণ করা হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর