২৮ মে, ২০২২ ১৭:৩৯

অবশেষে ইউক্রেনের সেই শহর দখলের দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

অবশেষে ইউক্রেনের সেই শহর দখলের দাবি রাশিয়ার

অবশেষে ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের লাইমান শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। 

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ওই শহরটি পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছিল। অবশ্য ইউক্রেনীয় কর্মকর্তারা ওই শহরটির রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীর হাতে পতনের খবর জানালেও পুরোপুরি শহরটির নিয়ন্ত্রণ রাশিয়া নিতে পারেনি বলে দাবি করেছে। 

ডনবাসের দোনেৎস্কে অবস্থিত লাইমান শহরটিতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এ শহরের পাশে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। যে রাস্তা দিয়ে দোনেৎস্কে ইউক্রেনের অধীনে থাকা শহরগুলোতে যাতায়াত করতে হয়।

মস্কো সম্প্রতি ডনবাস অঞ্চলকে তাদের যুদ্ধপ্রয়াসের মূল কেন্দ্রে পরিণত করেছে। লুহানস্কের ৯০ শতাংশেরও বেশি এলাকা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। অন্যদিকেদোনেৎস্ক অঞ্চলের যুদ্ধেও রাশিয়া সম্প্রতি বড় অগ্রগতি ঘটিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরু করার পর থেকেই রাশিয়া বলে আসছে যে তার সেনাবাহিনী ডনবাসকে পুরোপুরি মুক্ত করার জন্য লড়াই করছে। রুশ অভিযান শুরুর আগে থেকেই মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা সেখানে বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছিল।

সূত্র: আল-জাজিরা

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর