ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব রুশ সেনা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র দখল করে আছে, ইউক্রেনীয় সেনারা তাদের টার্গেট করছে।
যুদ্ধের শুরুতেই রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণে অবস্থিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি দখলে নেয়। সাম্প্রতিক সপ্তাহে রাশিয়া -ইউক্রেন ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক কেন্দ্র জাপোরিঝিয়াতে গোলাবর্ষণের জন্য পরস্পরকে দোষারোপ করেছে।
শনিবার এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, পারমাণবিক কেন্দ্রে যেসব রুশ সেনা গুলি করছে কিংবা ঢাল হিসেবে এটাকে ব্যবহার করছে, তারা আমাদের গোয়েন্দাদের বিশেষ লক্ষ্যে পরিণত হবে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল